Thursday, October 2, 2025
spot_img
HomeScrollশান্তিপুরে তিন মাসের বিড়ালের বিরুদ্ধে পাঁচিল ভাঙার অভিযোগ
Nadia

শান্তিপুরে তিন মাসের বিড়ালের বিরুদ্ধে পাঁচিল ভাঙার অভিযোগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

নদিয়া: নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) পৌরসভার তোপ খানাপারা এলাকায় এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, তিন মাসের এক বিড়াল পড়শীর বাড়ির পাঁচিল ভেঙে প্রবেশ করেছে। তবে অভিযোগের সূত্রে জানা যায়, বিড়ালটিকে ইট দিয়ে মারার ঘটনাও ঘটেছে।

স্থানীয় শুকুর আলী খানের বাড়িতে দীর্ঘদিন ধরে ওই বিড়াল বসবাস করছিল। তিন মাস আগে এর তিনটি ফুটফুটে বাচ্চার জন্ম হয়। আজ দুপুরে বিড়ালটি প্রতিবেশী রবি মজুমদারের বাড়িতে ঢুকলে শুকুর আলী বাবু দেখতে পান তাদের পোষ্য রাস্তার পাশে ছটফট করছে। শুকুর আলী বাবুর ছেলে সেলিম খান জানান, প্রতিবেশীরা বিড়ালকে মারার কারণ হিসেবে বলেছে, বিড়াল নানারকম ক্ষতি করছে।

আরও পড়ুন: বহু প্রাচীন এই মা মনসার পুজোর অলৌকিক কাহিনী শুনলে চমকে উঠবেন!

এই ঘটনায় শুকুর আলী শেখের পরিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছে এবং মৃত বিড়ালের বাচ্চার ময়নাতদন্তের দাবি জানিয়েছে। তবে রবি মজুমদারের পক্ষ থেকে অভিযোগ মিথ্যা দাবি করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত পুরনো শত্রুতা থেকে তাদের বিরুদ্ধে কালিমা লিপ্ত করা হয়েছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News